গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে এগ্রোইকোলজিক্যাল খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এফআইভিডিবি দি গ্রীণ ইভ্যালুয়েশন প্রকল্পের আয়োজনে উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের মনিটরি, ইভ্যালুয়েশন একাউন্টেবিলিটি এন্ড লার্নিং অফিসার আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত এগ্রোইকোলজিক্যাল খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জামাল হোসেন ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।
অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্ট সম্পর্কে প্রমান্য চিত্র প্রদর্শন করেন এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের মার্কেট এন্ড ভ্যালু চেইন এক্সপার্ট তোফায়েল হোসেন ও এগ্রোইকোলজি এক্সপার্ট রবিউল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি গ্রীণ ইভ্যালুয়েশন প্রকল্পের ফ্লিড অফিসার মাহফুল হাসান, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালেক, শিক্ষার্থী রুমানা বেগমসহ প্রকল্পের আওতায় সুবিধাভোগী অর্ধ শতাধিক সদস্য।