মনোহরগঞ্জ প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল খায়েরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৬ জুলাই ২০২৫ ইং তারিখে মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে লক্ষণপুর ইউনিয়নের দায়িত্বে থাকা জেলা সাংগঠনিক টিমের নেতৃবৃন্দের সঙ্গে অসংলগ্ন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ ওঠে আবুল খায়েরের বিরুদ্ধে।
ঘটনাটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী বিবেচনায় এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দলের সব ধরনের পদ ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে।
বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি সদস্যের দায়িত্ব। শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।