গোয়াইনঘাট প্রতিনিধি:
মানুষের আত্মিক জাগরণ, আত্মমর্যাদা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালনা করছে “Empowered Worldview (EWV)” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম।
ইয়াং প্রফেশনাল (হেলথ এন্ড নিউট্রিশন) সুদর্শন মন্ডলের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো – একটি মানুষ কেবল ভৌতিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ না থেকে, নিজের অন্তর্নিহিত মূল্য ও ঈশ্বর-প্রদত্ত মর্যাদাকে উপলব্ধি করে নিজের ও সমাজের উন্নয়নে সচেতন ভূমিকা রাখবে।এখানে অংশ নেয়া স্থানীয় কমিউনিটি ফেসিলেটরগণ, যারা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় এই জ্ঞান ও চেতনা ছড়িয়ে দেবেন।
EWV পাঠ্যক্রমে অংশগ্রহণকারীরা ‘আমি কে?’, ‘আমার জীবনের লক্ষ্য কী? ‘আমার সমাজে আমি কী পরিবর্তন আনতে পারি?’—এই প্রশ্নগুলোর গভীর উপলব্ধির মধ্য দিয়ে এগিয়ে যাবেন।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির কর্মকর্তারা জানান, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাই কমিউনিটির মানুষ যেন আত্মনির্ভর ও দায়িত্বশীল হয়ে ওঠেন। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে তারা যেন সমাজে ইতিবাচক প্রভাব রাখতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এপির ইয়াং প্রফেশনাল বিজয়া চিসিম সহ কর্মএলাকার কমিউনিটি ফেসিলিটেটরবৃন্দ।