মন বিলাসি
অভিমানে অভিযোগে মন তবু স্বপ্ন বিলাসী
হিয়ার দুয়ারে ছেলেমানুষী তবু অভিলাষী,
ভুবন ভুলানো হাসি তে যারে লাগে ভালো
কখনো কখনো স্বপ্নরা জমাট বাঁধে পায়না আলো।
হয়তো ভুলে যায় দুরত্বের অভিমানে
নাটাই বিহীন জীবন চলেনা যখন কারো পিছুটানে।
বেলা বয়ে যায় মন রয়ে যায় কারো প্রতীক্ষায়
সময় ফুরায় তবু আশা না ফুরায়,
তবু আশা জাগে স্বপ্নরা তে মরিয়া
কখনো উত্তাল কখনো শান্ত দরিয়া।
দেশপ্রেম
দেশকে ভালবেসে করি জীবন বাজি
কেন তবু ভালো পথে চলতে নয় রাজী।,
দেশ নিয়ে স্বপ্নে বিভোর মন প্রাণ।
প্রতিবাদ আর অবুঝ মনের সাধনা
সান্তনারই ধন,যখন করি প্রতিবাদ
চায় না তখন অন্য কিছু করে বিপ্লব থেকে হয় নতুন চেতনা
তোমায় নিয়ে স্বপ্নে বিভোর।
ভালোবাসার পরশ দিয়ে
শীতল করো মন,
নতুন সূর্য নতুন সময়
কর আহবান,
কিভাবে তোমায় বুঝাই
কত ভালোবাসি দেশের জন্য মায়া,
চায় সমান অধিকার ভালোবাসা ছায়া,
পূর্ণিমার ঐ শশী দেশকে ভালোবাসি বেশি, সদায় হোক ভাগ্য ঘুচবে অন্ধকার।
মাতৃ ভাষা
কত প্রিয় আমার বাংলা ভাষা,
তোমায় নিয়ে অনেক আশা ভালোবাসা।
এনেছো বাংলার স্বাধীনতা ভাষা প্রেমীরা
কভু ভুলবার নয় তোমাদের ত্যাগ মহীমা
জেগে উঠেছিলে স্লােগানে স্লোগানে
হিংস্র বর্বরতার দিনে মাঠে ময়দানে।
দিয়ে গেলে প্রান ছিনিয়ে আনলে লাল সূর্যটা,
তোমায় বড় ভালোবাসি লাল সবুজ পতাকাটা।
করেছিলে ভাষা সৈনিকরা ভাষার যুদ্ধ তুমি বর্নমালার ছন্দ।
ভালোবাসি স্বাধীন দেশের পতাকা
বাংলার মাটি বায়ু জল প্রকৃতি সুষমা।
কত সুন্দর বাংলাদেশ রয়েছে মমতা।
চলি আমরা অতীতের পথে পথে
দেশ মাতা দেশের মানুষ সততার সাথে
তবু কিছু মানুষ করে হানাহানি যুদ্ধ-বিগ্রহ
নেই শান্তি নিরাপত্তা নেই অনুগ্রহ
নেতা তিনি সুখে দুখে থাকেন যিনি।শুধু পদ নয় চায় শ্রদ্ধা তিনি,
পথের সন্ধানে প্রবেশ করে
আগে মানবতা নিজের চিন্তা পরে।
বর্ষা এলো আবার
বর্ষা এলো হৃদয়ে জাগায় অপূর্ব শিহরণ
আবেগে ভাসে মন অকারণ
বর্ষা খুব প্রিয় শৈশবের মত
কখনো দোলা দেয় প্রেম অবিরত
কখনো দেখছি মায়াময় প্রকৃতি
বৃষ্টির শব্দ যতই শুনছি
টিনের চালে বৃষ্টির ঝমঝম আওয়াজে
খুশি খুঁজে পাওয়া সন্ধ্যাসাজে
কি দারুন বৃষ্টির দান
ভরিল সকলের মন প্রাণ
আজ কদম ডালে পাখি প্রজাপতি
খুঁজে পায় প্রকৃতি নতুন গতি।
বর্ষা এলো গাছের সবুজ পাতায়
বর্ষা এলো আলতো ছোয়ায়।