মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।
দেশটা আমার জন্ম ভূমি,
ভীষণ ভালো বাসি।
এই দেশকে ভালোবেসে,
আমরা সুখে হাসি।
অনেক কষ্টে দেশটা পেয়েছি,
রক্ত দিয়ে কেনা।
দেশটা হলো আমার তোমার,
যায় সহজে চেনা।
লাল সবুজের পতাকা উড়ে,
এই দেশেরেই বুকে।
গাছ গাছালি পাখ পাখালি,
থাকে ওরা সবাই সুখে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
সবার প্রিয় বাংলাদেশ।
এই দেশেতে জন্ম নিয়ে আমার,
গর্ব ভরে যায় বেশ।
দেশটা আমার জন্ম ভূমি,
বড্ড ভালোবাসি।
প্রজাপতি আর ভ্রমরা গুলো,
বেড়ায় ঘুরে হাসি।
দেশটা আমার জন্ম ভূমি,
কষ্টে গড়া দেশ।
জীবন দিয়ে রক্ষা করবো,
দিব না হতে শেষ।