কলমে: প্রভাষক জাহিদ হাসান
মাইলস্টোন বিদ্যাপিঠে
পড়তো অনেক সোনামণি,
তাদের বড় স্বপ্ন ছিলো
হবে জ্ঞানী-গুণী।
হঠাৎ সেদিন তাদের মাথায়
ভেঙে পড়ল আকাশ,
পুড়ল কত কোমলপ্রাণ
শোকে কাতর চারপাশ।
আদরের ছোট্ট পাখিগুলো
ঝরে গেলো নিমিষে,
সন্তানহারা মা-বাবার আর্তনাদ
ভাসে আকাশে-বাতাসে।
দুর্ঘটনায় নিহতরা
থাকুক সুখের জান্নাতে,
আহতরা সুস্থ হয়ে
আসুক ফিরে ঘরেতে,
স্বজনহারা সবাই যেন
পারেন ধৈর্য ধরতে,
এই কামনা করি সদা
মোদের মোনাজাতে।
ঠিকানা: জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ইমেইল: lecturerjahidhasan@yahoo.com