বিএ পাশের আগেই বিয়ে
বিএ পাশের আগেই বিয়ে করছে কত ছেলে -মেয়ে,
শুনছে না কেউ কারো কথা খুঁজছে নিজের স্বাধীনতা।
মাস্টার্স কম্পিলিট করেও আবার চাকুরী পায় না শেষে,
আগা পাছা ভেবে তখন বিয়ে করে অবশেষে।
কত জনে ডিগ্রী ধারী পাগল বেশে ঘুরে,
হাজার হাজার প্রমাণ মেলে সারা পৃথিবী জুড়ে।
ভব ঘুরে ভবের আশা ছাড়তে হয় বাধ্য,
দিন রাত পরিশ্রম করে জোগায় নিজের খাদ্য।
নতুন প্রেমের সৃষ্টি
আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝিরিঝিরি বৃষ্টি,
তোমার আমার ভালোবাসা
আজকে থেকে সৃষ্টি।
তোমায় ডেকে বলছি আমি
এসো আমার কাছে,
নয়তো সবি ভিজে যাবে
সঙ্গে যাহা আছে।
আর করোনা দেড়ি বন্ধু
না ভিজিও জলে,
এমন দিনে মন যে অনেক
প্রেমের কথা বলে।