কলমে: প্রভাষক জাহিদ হাসান
হারিয়ে যাওয়া ছোটবোন আমার
তোমার জন্য কেঁদে মরি,
শোকাহত হৃদয়ে
তোমাকেই খুঁজে ফিরি।
হঠাৎ চলে গেছো তুমি
না ফেরার দেশে,
নিস্তব্ধ ঘরবাড়ীতে
শুধু তোমার স্মৃতি ভাসে।
গর্ভে থাকা তিন সন্তানসহ
সমাহিত হলো আমার বোন,
ভেঙ্গে গেলো স্বপ্নগুলো
হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ।
সবসময় থাকো তুমি
মহান আল্লাহর রহমতে,
ঠিকানা হয় যেনো সবার
চির সুখের জান্নাতে।
ঠিকানা: জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ইমেইল: lecturerjahidhasan@yahoo.com