চন্দনা রানী (রানীশংকৈল উপজেলা) প্রতিনিধি
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায়— এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ সনাতনী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বাধ্যায় অনুষ্ঠান ২ আগস্ট লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল নয়টায় অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধকে সম্মান জানানো হয়।
আয়োজনে বাংলাদেশ অগ্নিবীর রংপুর শাখা ও পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সত্যজিৎ কুমার কুণ্ডু, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
সভাপতিত্ব করেন: শ্রী জগদীশ শর্মা মগেন।
বিশেষ অতিথি ছিলেন:
শ্রী টিকেন্দ্রজিৎ রায় মিরু
ডা. সঞ্জীব কান্তি রায়
আলোচক: শ্রী শ্যামল চন্দ্র রায়।
অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন একাধিক শিক্ষাবিদ, সমাজ সেবক ও সাংগঠনিক প্রতিনিধিবৃন্দ। তাঁরা সবাই কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং আরও উচ্চতর সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।
সংবর্ধনার অংশ হিসেবে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাতে গীতা, আহ্বান বই ও গোলাপ ফুল উপহার দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়। একটি বিশেষ স্বাধ্যায় (বেদ ও গীতাপাঠ) পরিবেশন অনুষ্ঠানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে।
এই সংবর্ধনা শুধু শিক্ষার্থীদের জন্য প্রেরণা নয়, বরং সারা সমাজের একটি ইতিবাচক বার্তা নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা থাকলে প্রত্যেকেই নিজের লক্ষ্যে পৌছাতে পারবে। আর সেই প্রয়াসে এমন আয়োজনগুলো শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং গোটা সমাজকেই অনুপ্রাণিত করে।
শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্তও সফলভাবে সম্পূর্ণ হয়।