পাখির ছানা
গাছের ডালে পাখির বাসায়,
দুটি পাখির ছানা।
সারা দিন মান করে টিউ টিউ,
নাই তো কোনো মানা।
পাখির বাসায় ছানাদের রেখে,
আহার খোঁজে মা পাখি।
পাখির বাসায় ছানা গুলো শুধু,
টিউ টিউ টিউ উঠে ডাকি।
মা পাখিটা ভুলেও কিন্তু,
যায় না অধিক দুরে।
খানিক পরে বাসায় ফিরে,
আহার ঠোঁটে পুরে।
আদর করে যত্ন ভরে,
আহার খাইয়ে দেয়।
পালক দিয়ে মা পাখিটা,
ছানাদের আগলে নেয়।
এত পরিশ্রম পা পাখিটা,
কষ্ট যায় সব ভুলে।
আদর সোহাগ ভালোবাসায়,
পাখি বুকে নেয় তুলে।
টাকার লোভ বড় লোভ
টাকার লোভ বড় লোভ,
সামলানো যায় না।
টাকা ছাড়া এই দুনিয়ায়,
কোল ষড়যন্ত্র হয় না।
টাকার কাছে প্রেম প্রীতি,
ভালোবাসা নাই কিছু।
টাকা দিলে সব সংক্রান্ত,
ষড়যন্ত্র ঘুরে পিছু পিছু।
টাকার তরে সবাই ঘুরে,
কুমন্ত্রণা খুন করে।
তোমার আমার ভালো মন্দ,
নেয় না খবর ফিরে।
টাকার মতো লোভ লালসা,
মহাশক্তিশালী।
টাকা নাই কেউ আসে না,
ষড়যন্ত্র ঘুরে খালি।