কলমেঃ রবিউল ইসলাম
পৃথিবী এক আলোকিতময়
হঠাৎ করে একদিন,
হারিয়ে যাবে সেই আলোকিতময় শহর
অন্ধকারে আলোর দিশা,
খুঁজিতে লাগিবে সবাই।
সবাই মিলে ছোটাছুটি করিতে লাগিবে
হঠাৎ করে মনে পড়ে যাবে,
অন্ধকারে আলোর দিশা
খুঁজিতে খুঁজিতে পাবে আলোর দিশা।
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছোটাছুটি করে
দেখিবি হঠাৎ করে আলোর এক দিশা,
সবাই মিলে আলোর দিশা খুঁজে পাবে।
অন্ধকারে আলোকিত ওই
আলোর দিশা থাকিবে এক প্রান্তে
তাইতো সত্য বাণী সত্য কথাটি বলিলাম আমি।