মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. ময়নুল হক।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা মোঃ ময়নুল হক সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, এম. ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সহচর ও একান্ত সচিব ছিলেন তিনি। শিক্ষা ও সামাজিক অঙ্গনে তাঁর পরিচিতি এবং অভিজ্ঞতা বিবেচনায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে।
এছাড়াও কলেজের নতুন অ্যাডহক কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবনেতা মোহাম্মদ মোনায়েম খান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত স্মারক পত্রে তাদের নিয়োগের সত্যতা নিশ্চিত করা হয়। যা গত ২৮ জুলাই কলেজের অধ্যক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা এবং প্রতিশ্রুতিশীল ভূমিকা কলেজ পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন।
নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনিক স্থিতিশীলতা ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে বলে অভিমত জানিয়েছেন সংশ্লিষ্টরা।