কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হে বাঙালি, কত ঘুমাবে তুমি
হাত ছানি দিয়ে ডাকছে তোমায় সেই অন্তর্যামী!
মুচকি হেঁসে ডাকছে তোমায় সেদিনের শহীদ ভাই
ভয় নাই ওরে ভয় নাই, আমরা কবরে শায়িত সত্য, এখনও মরি নাই !
দেহ আমার ভস্মীভূত শ্মশানে, আত্মা ঘুরে দ্বার দ্বার
হায়েনা-দুর্বৃত্ত দেশের পতাকা কামড়ে খায়, ঘুমিওনা নিজ ঘর!
ধর্ষিত শিশুর যোনি ফেটে চিৎকার, হাসপাতালের বাতাস ভারি
আহাজারি করে মাতা তার মেঝেতে, আছাড়ি পাছাড়ি!
চাদার তান্ডবে অস্হির যখন, ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদার
এখন ও কি সময় আছে, ওরে মূর্খ, নাক ডেকে ঘুমাবার?
জেগে ওঠো হে আঠারো কোটি বাংলা মার সন্তান
মা’য়ের ইজ্জত লুটেছে তারা, যারা ছিলো, গতকাল অধঃস্তন!
দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই জন্মেছে বাংলাদেশ
সংখ্যা লঘূ সংখ্যা গুরু এসব আস্ফালন শেষ!
ক্ষণজন্মা সেই সে পিতা, জানতেন এ-সব বেশ
ধর্ম বৈষম্য লিঙ্গ বৈষম্য, রাখেন নাই তিনি রেষ !