ময়মনসিংহের মেয়ে সে,
ডাগর কালো আঁখি
চুরখাই গ্রামে সে
নবীন বসন্তের পাখি।
মায়াকেশি মায়ার মতো
পাঁড়াগায়ে নাইকো বেশি
মিষ্টি মেয়ে স্বপ্নপরী-
নাম যে তার মায়াকেশি।
মায়াকেশির মায়া মুখ
দেখতে লাগে বেশ,
রুপে রঙে আহামরি
নাই তুলনার শেষ।
লম্বা চিকন দেহখানি
ধ্যানে জ্ঞানে বুদ্ধিমতী,
ফাগুন বনের আগুনফুল
কুসুমতি স্বতী।
লালপেড়ে নীলশাড়ি
পিঠে ফুলের ঝুড়ি,
আলতা রাঙা নুপুর পায়ে
ঠিক ষোড়শী বুড়ি।
অজপাড়া গাঁয়ের অদ্ভুত মেয়ে
সুখে দুখের রানী,
চঞ্চলা চপলা সে
মুখে মধুর বানী।
মায়াকেশি উজান ভিটায়
সোনার ফসল ফলায়।
বনফুলের মালা দোলে-
মিষ্টি মেয়ের গলায়।
দিগল কালো কেশবতী
নাচে গানে সেরা,
দৃষ্টিকড়া অঙ্গ তাহার
চাঁদনীর চালে ঘেরা।
ডিঙি নায়ের শাপলা তোলে
রুপবতী রাজকন্যা,
রক্ত নাঙা বাঁকা ঠোঁটে
মুচকি হাসির বন্যা।
শাপলা তোলার রুপবতী
সকাল – সন্ধে জলে।
মায়াকেশির হাঁসিমুখটা
কত কিছু বলে।