বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনার ২ নাম্বার কাস্টম ঘাট এলাকায় ৩ আগস্ট রবিবার রাত আনুমানিক ৭টা/৫০ মিনিটে সনজিৎ হেয়ার স্টাইল সেলুনের সামনে সোহেল (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবক স্বপন শিকদারের পুত্র /রানু বেগমের সন্তান এবং মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান ৪/৫ জনের একটি মুখোশধারী দল মোটরসাইকেলে করে এসে হেলমেট পরে মুখ বেঁধে সোহেলকে লক্ষ্য করে গুলি করে। গুলি সরাসরি তার পেটে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং অবস্থার উন্নতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে পূর্ব শত্রুতা না কি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।