স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে গ্রাম্য বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এসময় একটি গাড়ি ভাংচুর করা হয়,তবে হামলার ঘটনায় কেউ আহত হননি বলে এলাকাবাসী জানিয়েছেন।
হাসান ফাতেমাপুর, আমড়াতৈল ও নাছিরপুর গ্রাম সহ একটি পঞ্চায়েত কমিটি রয়েছে। শনিবার(০২ আগষ্ট) সকাল ১১টায় গ্রামের খাল,বিল লীজ দেয়া সহ বিভিন্ন বিষয়াধী নিয়ে পঞ্চায়েত কমিটি
হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বৈঠক বসেন। বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী খুর্শেদ মিয়া। বৈঠকে উপস্থিত যুক্তরাজ্য প্রবাসী আব্দুননুর সহ আরও অনেকে জানান বৈঠক চলাকালে দুপুর ১টায় হাসান ফাতেমাপুর গ্রামের আলা উদ্দিন মাষ্টারের ২ ছেলে হঠাৎ স্কুলে প্রবেশ করে বৈঠকে থাকা লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে বৈঠকে হামলা করে। এসময় পঞ্চায়েতের লোকজন প্রাণ রক্ষায় দিক বেদিক ছুটা ছুটি করেন,এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা হাসান ফাতেমাপুর গ্রামের তৈয়বুর রহমানের ছেলে মামুন এর একটি গাড়ি ভাংচুর করে।
বৈঠকে এলাকার ইউপি সদস্য হাফিজুর রহমান খালেদ,সাবেক ইউপি সদস্য রফা মিয়া,ফারুক আহমদ, খালিক মিয়া, জুবেদ আলী লখন, আলিম উদ্দিন, লেবু মিয়া, মাসুক আলী, ইরা মিয়া, মুজিবুর রহমান জনি, জয়নাল আবেদীন,প্রবাসী আব্দুন নূর, মামুন আহমদ, ছাদিক মিয়া, ফজর আলী, আব্দুর রউফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।