জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে
জনাব মাহফুজ ইমতিয়াজ ভূঞা, অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, এসআই (নিরস্ত্র) অপূর্ব কুমার সাহা, এসআই (নিরস্ত্র) দিপংকর হালদার, এসআই(নিরস্ত্র) নুর উদ্দিন আহমদ, এসআই (নিরস্ত্র) মোঃ হাদী আব্দুল্লাহ, এসআই (নিরস্ত্র) রিফাত সিকদার, এএসআই (নিরস্ত্র) আলী আকবর, এএসআই(নিরস্ত্র) কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়াঃ-
জগন্নাথপুর থানার মামলা নং-০২, তারিখ- ০২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/ ৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী আনু মিয়া (২৫), পিতা- সেবুল মিয়া, সাং-জামালপুর রৌডর, ৮নং আশারকান্দি ইউ/পি, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে অদ্য ০৩/০৮/২০২৫ খ্রিঃ জগন্নাথপুর থানাধীন ৮নং আশারকান্দি ইউনিয়নের অন্তর্গত জামালপুর রৌডর এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার মামলা নং-০১, তারিখ- ০১/০৮/২০২৫, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৫৪/৩০৭/ ৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড-১৯৬০ এর এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী শফিক মিয়া (৪৩), পিতা-মৃত তখলিছ মিয়া, ২। দিলু মিয়া (৪০), পিতা-মৃত আক্তার হোসেন, উভয় সাং- ইসহাকপুর, ১নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে অদ্য ০৩/০৮/২০২৫ খ্রিঃ রাত ০২.১০ ঘটিকায় জগন্নাথপুর থানাধীন ইসহাকপুর এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।
সিআর নং-১১১/১৮ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাকু দেব, পিতা-আঙ্গিঁরা দেব, স্থায়ী: গ্রাম- মিরপুর, পোঃ এ.বি কাপন উপজেলা/থানা- জগন্নাথপুর, জেলা –সুনামগঞ্জকে ইং ০২/০৮/২০২৫ খ্রিঃ আসামীর বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয়।
নন জিআর নং-৫৫/২৫ (জগ:) এবং সিআর নং-২৭৭/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আশিকুর রহমান (৩২), পিতা-মোঃ ছুরত মিয়া, স্থায়ী: গ্রাম- সুবিদপুর, উপজেলা/থানা- জগন্নাথপুর, জেলা –সুনামগঞ্জকে অদ্য ০৩/০৮/২০২৫ খ্রিঃ রাত ০১.১০ ঘটিকায় জন্নাথপুর থানাধীন নারিকেলতলা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
বর্ণিত গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।