সুরঞ্জন তালুকদার, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক আলোচনা সভা ও “গ্রিন স্কুল ক্লিন স্কুল” কর্মসূচি পালিত হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে।
জেলা পরিষদ, সুনামগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ২০২৫ সালের ৩ আগস্ট (রবিবার) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। শহিদদের স্মরণে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, বিতর্ক ও পরিচ্ছন্নতা কর্মসূচি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জল রায়। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক। কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী শুভরাজ মৃত্তিকা এবং গীতাপাঠ করেন নবম শ্রেণির পূর্ণদ্বিতা তালুকদার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহিদরা রক্ত দিয়ে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও নৈতিকভাবে সচেতন হতে হবে। গ্রিন স্কুল ও স্ক্রিন স্কুলের এই ধারণা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব আয়শা আক্তার, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মুনিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খলিল রাহাত এবং সহকারী কমিশনার হাসিবুল হাসান ডিউ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হন স্বর্ণিল দেবনাথ, দ্বিতীয় আদ্রিত সরকার এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন অভিজিত সংস্কার ও সাইমা জান্নাত।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের পক্ষে নেতৃত্ব দেন সন্দিপা তালুকদার এবং বিপক্ষ দলের পক্ষে শুভরাজ মৃত্তিকা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেন এবং বৃক্ষরোপণ করেন।
এছাড়া পরিবেশ ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে একটি সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করে।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল রায় বলেন, জুলাই বিপ্লব শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি তরুণদের মাঝে ন্যায়, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনুপ্রেরণা। এই ধরনের কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিসচেতন ও পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলবে।