সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। রোববার (৩ আগস্ট) দুপুরে ধর্মপাশা উপজেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। জানাযায়, আগামী ৫ আগস্ট বর্ষফূতি উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্টিত হইবে এতে উপজেলার ৬ টি ইউনিয়ন ধর্মপাশা, সেলবরষ, পাইকুরাটি, জয়শ্রী, সুখাইর উত্তর রাজাপুর ও সুখাইর দক্ষীণ রাজাপুর ইউনিয়নে সকল নেতা কর্মীদের নিয়ে আনন্দ মিছিলে অংশ গ্রহণ করার জন্য আহব্বান করেন। এই উপলক্ষে প্রস্তুতি সভায় অনুষ্টিত হয়। সভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এর সভাপতিত্বে ও ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএইচসি, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রো, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্ত, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাজী মাজাহারুল হক, বিআরডিবির সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আফসার আলম চন্দপীর, মাহবুবুর আলম হাদিস, রতন আশরাফ, মজিবুর রহমান মজুমদার, নেহারুল হক, সালাউদ্দিন মাহাতাব, আব্দুল মুতিন মীর্জা, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ মোর্শেদ খোকন, যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ, ধর্মপাশা সদর বিএনপির আহবায়ক মো: নয়ন মিয়া, যুগ্ন আহবায়ক আব্দুল মন্নাফ, ১ম সদস্য আব্দুল সালাম,
ধর্মপাশা উপজেলার কৃষক দলের আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহম্মেদ
সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।