মানুষ হবো কবে
সৃষ্টি সেরা জীব নাকি সব বলতে লজ্জা পাই,
দিকে দিকে হানাহানি স্বস্তি কোথাও নাই।
ঘোর আঁধার চারদিকে নিরাপদ নয় রাস্তাঘাট –
দুর্নীতি আজ দখল করছে রাজনীতির মাঠ।
তোলাবাজের অত্যাচারে লোকের মনে ভীতি,
প্রতিবাদী কন্ঠরোধ ই স্বাধীন দেশের রীতি।
বুক ফুলিয়ে ধর্ষক দেখো ঘুরছে পথের মাঝে –
ধর্ষিতা পায় নানান জ্বালা সকাল বিকাল সাঁঝে।
খুঁটির জোরে অপরাধী সহজে ছাড় পায়,
আজব দেশের আজব রীতি বোঝা বড় দায়।
মানবতা থাকাটাই কি আজকে বড়োই পাপ?
রাজনীতির ঐ খুঁটির জোরে সব অপরাধ মাফ?
বিচার পায় নি তিলোত্তমা হয়তো পাবেও না,
আরো নারী ধর্ষিতা হবে বলাও যাবে না।
আমার স্বদেশ নিরাপদ নয় ভাবতে লজ্জা হয়-
চাকরি হীনতা আজকে প্রবল সবকিছু নয় ছয়।
কোনোভাবেই মানুষ নয় আজ অপর লোকের তরে,
মুদ্রাস্ফীতির প্রবল চাপে গরীব লোকের মরে।
জানি না এই আঁধার কভু ঘুচবে নাকি রবে?
জানিনা তো বিবেক পূর্ণ মানুষ হবো কবে?
বন্ধু
বন্ধুত্ব মানে চিরপ্রশান্তি, আত্মিক বন্ধন-
অমলিন হাসি গল্প-জুড়ায় মন প্রাণ;
বন্ধু মানে প্রাণ খুলে অনর্গল গল্প-
জীবনের সকল সমস্যার চকিতে সমাধান ।
দুদিন খবর না পেলেই মন উচাটন
হঠাৎই বেজে ওঠে ফোন,কেমন আছিস বন্ধু?
মুহূর্তে কেটে যায় মনখারাপের চোরাস্রোত;
আজ বুঝেছি তোমরাই জীবনের অক্সিজেন, ভালোবাসার সিন্ধু।
বেহিসেবী বিরামহীন বাক্যালাপ, অনেক বেশি পাওয়া
সবচেয়ে আপনজন, একসাথে ঘোরা খাওয়া।
কত কথা কত স্মৃতি নিরন্তর মনোমুকুরে ভাসে,
উন্মুক্ত চাঁদনী রাতে পূর্ণিমার চাঁদ যেন হাসে।
রক্ত সম্পর্ককে তুচ্ছ করে বন্ধু নামক ভীষণ আত্মিক টান,
বন্ধু মানে ক্ষণিক হাসি,ক্ষণিক মান অভিমান।
সময়ের সাথে সাথে তবু হয় বন্ধুত্বে ক্ষয়,
কালস্রোতে বন্ধু বদলে যায়,বন্ধুত্ব নয়।
ভিন্ন মত
নিজের শর্তে বাঁচতে চাওয়া নয়কো মোটে সোজা,
প্রতি পদেই হোঁচট খাওয়া আর কিছু ভুল বোঝা।
নিজের মত বাঁচতে আমি তাতে কার কি ক্ষতি?
সংসার মানে বোঝাপড়া এছাড়া নেই গতি।
লোককে খুশি করতে গিয়ে ইচ্ছেরা হয় বলী,
শান্তি বজায় রাখতে গিয়ে তাকেই মেনে চলি।
ইচ্ছেগুলি বিদ্রোহী হয় চঞ্চল হয় মন-
জীবন মানে শুধুই আপোষ ভরে চোখের কোন।
তোমার ইচ্ছা কারোর থেকে ভিন্ন হতেই পারে,
তাতেই ঘটবে নানা সংঘাত বোঝাবে তা কারে!
ইচ্ছাগুলি পৃথক হলেই যত বাঁধে গোল-
আপোষ করলে তবেই শান্তি নইলে গন্ডগোল।