কলমেঃ রোকশানা খানম লিপি
প্রাণে আমার জ্বলছে আগুন
ভালো লাগছে না আর কিছু,
ভালো লাগাকে খুঁজতে গেলাম ঘোষের হাটের নান্দিনা
আগুন দামে হচ্ছে সেথা বেচাকেনা,
হেথায় তাকাই হোথায় তাকাই সবই লাগে অচেনা,
কতজনের আনাগোনা প্রাণের মানুষ এলো না।
চারিদিকেই জ্বলছে আগুন,কিছুতেই নিভছেনা,
ঘর পুড়ছে বন পুড়ছে পুড়ছে আমার মন।
পুড়ছে ফসল খড়ের গাদা পাখ-পাখালি মানুষজন,
মন্দির পুড়ছে,মসজিদ পুড়ছ,পুড়ছে সকল বিদ্যাপীঠ
উর্ধ্বশ্বাসে ছুটছে সব দিশেহারা দিগ্বিদিক।
যেদিকে চাই শূন্যতা কোথাও নেই পূর্ণতা।
বাজারে আগুন গৃহে আগুন আগুন সকল সম্পর্কে,
ছুটছে সবাই যে যার পথে কেউ কারো না ধার ধারে,
পুত্র-কন্যা,ভ্রাতা-ভগ্নি,সবই যেন অচেনা।
যাক যাক সব পুড়ে যাক মেকি পোশাক জাকজমক,
ভন্ড শাসক, ভন্ড সাধক,সমাজপতির আস্তানা।
লাগলো আগুন বই-পুস্তকে ইতিহাস আর ঐতিহ্যে
ওই লেলিহান শিখা একে একে নিলো সবকিছু কেড়ে,
তবু্ও ওর মিটেনা বুঝি সর্বগ্রাসী ক্ষুধা
পুড়িয়ে দিতে চায় এবার ঐ লাল সবুজের পতাকা!
এ আগুন থেকে কেমনে বাঁচাই আমার হাতের কলমটা!