কলমেঃ কামাল মাহমুদ জয়
আবার চলবে কলম, প্রেমের রঙে ভেজা,
তোর ছায়া ধরে আজও মনটা যে বেজে ওঠা সাজা।
চুপচাপ বসে আমি লিখি নিঃশব্দ গান,
তুই ছিলি, তুই আছিস—তুইই যে জান-প্রাণ।
তোর চোখের ভাষা, আজও মোর কাব্য,
তোর হাসির শব্দে জেগে ওঠে সব স্বপ্ন-সত্য।
হয়তো দূর আকাশে তুই এখন পাখি,
তবুও তোর নামেই কলমটা শুধু ডাকি।
যে গল্পটা শেষ হয়নি তোর ভালোবাসায়,
সেই গল্প আবার শুরু করি নির্জন ছায়ায়।
কলমটা জানে, থেমে যাবে না চলা,
তোর ভালোবাসা মানেই আমার কবিতার বলা।
আবার চলবে কলম, যতদিন শ্বাস আছে,
তোর নামে, তোর প্রেমে, তোর নিঃশব্দ হাসিতে ভাসে।
তুই পড়বি কি না জানি না এই লেখা,
তবুও লিখে যাই—তুই ছিলি বলেই আজও বেঁচে থাকা।