কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমি তোমাকে বিভৎস রকম ভালোবাসি
বিশ্রী রকম এলোমেলো ভাবনায় ছুটে আসি!
তোমার অনুপস্থিতিতে আমি অস্হির সংবেদনশীল
নিরবিচ্ছিন্ন ভাবে ভালোবাসি, জেনো আমার প্রণয় অনাবিল!
নিখাদ বিমল বিমিশ্র মমতা মায়ার রসায়ন
ভেবো না আমার চোখের জল হৃদয়ের রক্তক্ষরণ, প্রহসন!
জীবনের সব শূন্যতা পূরনের জন্য তোমার প্রতীক্ষায়
কত আর সীতার পরীক্ষা নিবে, রাখবে আমায় নিরীক্ষায়?
মনের গভীরে লুকানো মুগ্ধতায়, নিমগ্ন শ্রাবন ধারায় ভিজে যাই
না থাকুক পূর্ণিমা শশী, ভানু করের কিরণ, তবু তোমাকে চাই!
তুমি বসুধায় বেঁচে থাকতে আমার নির্মল শ্বাসপ্রশ্বাস
আমাকে ফিরাবেনা, দিগন্তের নীল, সবুজ ঘাস সাক্ষী রেখে রাখি বিশ্বাস!
আমার আবেদন-নিবেদন, সব পাখী ঘরে ফেরা সন্ধ্যায়
ব্যাকুল, নিশি চোর আমি, কাছে ডাকবে সে-ই প্রতীক্ষায়!
অরূনের কালোরঙ যায় কভু দেখা, সমুদ্র সৈকতে লাল কাকড়া
এত প্রেম ভালোবাসা নিয়েও, কবি নজরুলের চুল ছিলো কতটা ঝাকড়া?
রবি, নজরুলের ঝাকড়া চুল থেকে ভালো বাসার ডালপালা বিস্তারিত বটবৃক্ষ
আমার দ্রাক্ষা রসে টইটম্বুর বাক্যবাণ নয়, স্বর বাণ বাড় রুক্ষ!