মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ওমর ফারুক (১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন তার পিতা উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর ভাটগাঁও গ্রামের নুরুল আমিন। সোমবার (৪ অগাস্ট) তিনি এই মামলাটি (নাম্বার ০৩) দায়ের করেন। খোঁজ নিয়ে জানা যায়, ওমর ফারুক সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলার অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত সৈয়দ ইন্তাজ আলীর ছেলে আব্দুল মুকিত (৩০) ও মুহিব আলী (২৭)।
মামলার এজাহারে নুরুল আমিন উল্লেখ করেন, পাশাপাশি বাড়ির বাসিন্দা মুকিত ও মুহিবের সাথে বিভিন্ন বিষয়াদী নিয়ে আমার পূর্ববিরোধ রয়েছে। এর মধ্যে, ২০২৩ সালের ৪ জুন মুহিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমি একটি মামলা (৫/৮০) দায়ের করি। এরপর থেকে তারা আমার ও আমার পরিবারের লোকদের ক্ষতি করার পায়তারায় লিপ্ত রয়েছে। একই জেরে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় গোমরাগুল গ্রামে যাওয়ার পথে ঘাসিগাঁও গ্রামের তামবির আলীর বাড়ির সামনের রাস্তায় পৌঁছামাত্র মুকিত ও মুহিব আমার ছেলে ওমর ফারুককে গালাগাল করে। প্রতিবাদ করলে মুকিত ও মুহিব তাকে হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে।
অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত আব্দুল মুকিত বলেন, ‘নুরুল আমিন আমাদের জায়গা দখল করায় আমি প্রতিবাদ করেছিলাম বলে তিনিসহ ৬জন আমাকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেন। তারা আমার মাথা ফাটিয়ে দেয় এবং বুকে কয়েকটি কোপও দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেই। সেটি তুলতে তারা নানা হুমকীদামকী দিয়ে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগে মামলা করেছে।’
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ’।