স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে, স্বপ্নতে বসবাস।
মানুষ আমরা বেচে থাকি, স্বপ্নকে ঘিরে শত আশ।
কেউ হতে চায় পাইলট আর কেউবা ডাক্তার।
কিন্তু কেউ হতে চায় কি কভু মানুষ সত্যিকার?
মানুষ হয়ে মানুষকে আমরা দেই না এতটুকু মুল্য।
তাহলে মোরা মানুষ কি নই? হলাম কি পশু সমতুল্য?
মানবাধিকার বলে বলে চেচাচ্ছি আর করছি সভা-সেমিনার।
ওদিকে গাজায় মানবতার নামে শুধুই হাহাকার।
মানুষ হিসেবে আজ আছে আমাদের অর্থের প্রতি প্রীতি।
বিবেক-বুদ্ধি, নীতি- মানবতা আজ সকলই স্মৃতি।
এখনো সময় আছে হে মানব মনে জ্বালো জ্ঞানের আলো।
নাহলে ভেবে দেখো, পশুরা আজ তোমাদের থেকে ভালো।