নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে জগন্নাথপুর উপজেলায় একটি স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে গেজেটভুক্ত আহত বিপ্লবী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আয়োজনের শুরুতে, প্রখ্যাত আহত বিপ্লবী যোদ্ধাদের স্মৃতিচারণ করেন উসমানুল হক, রাহি কামালী, আলী আহমদ এবং নাঈম আহদ। তাঁরা ২০২৪ সালে গণঅভুত্থানে অংশ নেওয়া সকল বীর সৈনিকদের অবদান তুলে ধরেন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সা'আদ মাস্টার, উপজেলা জামায়াতের আমীর লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মুতিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজওয়ার, এনসিপি প্রতিনিধি আলী হোসেন খাঁন, ১২ দলিয় ঐক্যজোট নেতা এরশাদ খান আল হাবিব।
এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে জুলাই বিপ্লবী যোদ্ধা আরিফুল ইসলাম ও জুলাই রেভ্যুলোশনারি এলায়েন্স সুনামগঞ্জ জেলা শাখার “সংগঠক” আতিকুর রহমান কামালী, তাদের বক্তব্যের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে মাদক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা, স্বচ্ছ আইন সৃংখলা বাহিনী করার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।
জুলাই বিপ্লবী ঐক্যপরিষদ জগন্নাথপুর উপজেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামাল উদ্দিন বেলাল, আব্দুল ওয়াদুদ, আবুল কাশেম, শেখ নাহিদ, কাউসার তালুকদার, জয়নুল ইসলাম, জুয়েল, মাহদি, মারজান আহমদ, জুসেব মিয়া সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ, ছাত্র-জনতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময়ের গুরুত্ব তুলে ধরতে সশরীরে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গেজেটভুক্ত আহত বিপ্লবী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এবং কবিতা আবৃত্ত, জুলাই সংগীত, ক্যালোগ্রাফি, পাশাপাশি, আন্দোলনে অংশ নেওয়া এবং বিশেষ অবদানের জন্য কিছু ব্যক্তি এবং সংগঠনকে পুরস্কৃত করা হয়।