জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
গাছই জীবন, গাছই শক্তি ও মানবসেবা ফাউন্ডেশন গড়ছে সবুজ সমৃদ্ধি এই স্লোগান কে সামনে রেখে প্রজেক্ট গ্রীন মিশন সিজন – ০১ বৃক্ষ রোপণ করছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুর।
সোমবার (০৪ আগষ্ট ) কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর কেন্দ্রীয় শহিদ মিনার ও স্কুল মসজিদ মাদ্রাসা মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘প্রজেক্ট গ্রীন মিশন’-এর লক্ষ্য হচ্ছে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা ও আগামী প্রজন্মকে সবুজে মোড়ানো একটি পৃথিবী উপহার দেওয়া। এই উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।
আমরা স্কুল মসজিদ মন্দিরে গিয়েছি ধর্ম- বর্ণ নির্বিশেষে সবাই কে একত্র করার আহবান জানিয়েছি , সবুজের জন্য ভালোবাসা দেখিয়ে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছি আমরা বিশ্বাস করি পরিবেশ, শিক্ষা, ধর্মীয় সহনশীলতা ও মানবতা- সব একসূত্রে গাঁথা হোক আমাদের কাজের মাধ্যমে।
আসুন আপনি-আমিও এগিয়ে আসি সমাজ পরিবর্তনের জন্য, পাশে দাঁড়াই একে অন্যাের।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আজমল হোসেন, সিনিয়র সদস্য মকদ্দুস মিয়া, সদস্য মাহফুজ আহমদ, সদস্য সাফওয়ান আহমেদ সাদি, মুজাহিদ ইসলাম, সোহাগ মিয়া, জিলু তালুকদার, আল আমিন হাসান রাব্বি, জাহিদ হাসান ইকবাল, উজ্জল হোসেন, ফয়সল আহমেদ, আক্তার হোসেন, মো: জামসেদ আহমেদ প্রমূখ।