জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় পৌর পয়েন্টস্থ জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল উদ্দিনের বেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল কাশেম স্বপন, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ।
বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খান।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য হিফজুর তালুকদার জিয়া। দোয়া পরিচালনা করেন- মোঃ ওয়ালী উল্লাহ।