মধ্যনগর প্রতিনিধি:
ঐতিহাসিক 'জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি দিবস' উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হয়। পথসভার শুরুর আগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াৎ এবং সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম—আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম—আহবায়ক মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. মুক্তার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. কামাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সুজন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো. গোলাম সাইফুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর।