যেখানে শান্তি সেখানে সমৃদ্ধি
যেখানে শান্তি সেখানে সমৃদ্ধি,
যেখানে শান্তি সেখানে উন্নতি।
যেখানে শান্তি সেখানে সুখ,
যেখানে অশান্তি সেখানে দুখ।
যেখানে হাসি সেখানে আনন্দ,
যেখানে মিল সেখানে মহব্বত।
যেখানে আশা সেখানে ভরসা,
যেখানে সাহস সেখানে শক্তি।
যেখানে ভয় সেখানে জয়,
যেখানে জয় সেখানে পরাজয়।
যেখান চিন্তা সেখানে চেতনা।
যেখানে আঁধার সেখানে আলো।
যেখানে ন্যায় সেখানে অন্যায়
যেখানে ভালো সেখানে মন্দ।
যেখানে সত্য সেখানে মিথ্যা,
যেখানে রাত সেখানেই দিন।
বৃষ্টি পরে টাপুর টুপুর
বৃষ্টি পরে টাপুরটুপুর,
মেঘের দেশ হতে।
বৃষ্টি ঝরে আষাঢ় শ্রাবণ,
সোনা ধানের ক্ষেতে।
বৃষ্টি পরে আকাশ থেকে,
হাওয়ায় ভেসে ভেসে।
বিলের ধারে বৃষ্টি পরে,
শাপলা শালুক হেসে।
বৃষ্টি পরে নদীর কুলে,
টাইটুম্বর করে।
বর্ষা কালে বৃষ্টি ঝরে,
ব্যাঙেরা খেলা করে।
বর্ষা কালে বৃষ্টি পরে
সকাল বিকাল ধরে।
বৃষ্টির দিনে ঘরে বসে,
মন৷ আনচান করে।
শরৎ আসে নীল আকাশে
শরৎ আসে নীল আকাশে
মেঘের ভেলার সাথে।
শরৎ আসে শিউলি ফুলে।
প্রজাপতিরা যেন মাতে।
শরৎ আসে নদীর কুলে,
কাশ ফুলেরা ফুটে।
শরৎ আসে নীল আকাশে
সূর্য টা হেসে উঠে।
শরৎ আসে গায়ে গঞ্জে,
সবুজের ঢেউ আঁকে।
শরৎ আসে বন পাহাড়ে,
পাখপাখালিরা ডাকে।
শরৎ আসে হালকা হাওয়ায়
ফড়িং নাচে ঘাসে।
শরৎ আসে নীল আকাশে,
মেঘেরা সব হাসে।
জাগো বাঙালি জাগো
ঘরে ঘরে দুর্গ গড়।
বুনো শকুদের এদেশ হতে,
বিতারিত করো।
আর কতো কাল ঘুমিয়ে রবে,
ভোর হয়ে যে এলো।
অন্যায়ভাবে আর কতোকাল,
আমরা মার খাবো।
জাগো বাঙালি জাগো,
ঐক্যবদ্ধ হই।
এদেশ আমার জন্মভূমি,
রক্ষার শফথ লই।
জাগো বাঙালি জাগো,
প্রতিরোধ গড়ে তোলো।
রক্তে কেনা স্বাধীন দেশকে,
রক্ষা করি তবে চলো।