মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার, কয়রা খুলনা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধাবরী খাল এলাকা থেকে ডিঙি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে। বনরক্ষীরা। সোমবার ভোরে ফরেস্টার তানভির হাসান ইমরানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় এ অভিযান, চালানো হয়।
আটক জেলেরা হলেন। শরণখোলা গ্রামের মাসুম হাওলাদার (২৯) ও জান্নাতুল আকন (১৯) এ সময় তাদের কাছ থেকে দুই কেজি চিংড়ি ও একটি বেড় জাল জব্দ করা হয়।
জানা গেছে, বর্তমানে সুন্দরবনে প্রবেশ ও মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, অভি*যুক্ত*দের বিরুদ্ধে বন মামলা দায়ের করে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।