কলমেঃ মেহেদী হাসান
বাংলাকে আমি ভালোবাসি
ভালোবাসবো চিরদিন,
আছে যতদিন এই সুর মুখে
বাজিয়ে যাব এ বাংলার বিন।
বাংলা বীরের শ্রেষ্ট অর্জন
এক সাগর রক্ত ক্ষয়,
বাংলা আমার হারানো ব্যথা
বায়ান্নের সে শ্রেষ্ট জয়।
লক্ষ শহিদ বক্ষ চিরে
লিখেছে এই বাংলার নাম,
তাদেরকে নাহয় স্মরণ করে
এ বাংলাকে ভালোবাসিলাম।
বাংলাকে যদি ভালোবাসো
তবে এবার ছাড়ো অনিয়ম,
দূর্নীতি করে দেশের ক্ষতি
তাদের নিয়ে লিখব দু-কলম।
এপার থেকে ওপরে দেশের
দেখি উন্নতির নাই শেষ,
তবে দূর্নীতির মায়জালে আজ
দেশের নিরীহ মানুষ শেষ।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
হ্যা মানছি আমি তাই,
দূর্ভাগার ভাত কোথাও নাই
আজও বলে মানুষ স্বাধীনতা চাই।