মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় বিজয় মিছিলও দোয়া মাহফিল করেছে। বিএনপি। মঙ্গলবার বিকেলে থানা বিএনপি উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি কয়রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কপোতাক্ষ ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বেল্টু, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা এফএম মনিরুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, কোহিনুর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, প্রভাষক মনজুর মোরশেদ, আবুল বাশার ডাবলু প্রমুখ।
র্যালিতে আরও অংশ নেন থানা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল হক, আনারুল ইসলাম ডাবলু, দেলোয়ার হোসেন গাজীসহ অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে কয়রা থানা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্মরণে দোয়া করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।