মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে ৫ ই আগষ্ট জুলাই গণ অভ্যূথানের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ সরকার পতন উপলক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ই আগষ্ট মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার নতুনপাড়ায় অস্থায়ী দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসম বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রথম যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাদাঘাট দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কোহিনুর আলম প্রমূখ।
এসময় বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। বর্তমানেও দেশের ভিতরে অনেক ফ্যাসিস্ট আত্মগোপনে আছে। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এখনো অনেক ফ্যাসিস্ট দেশের ভিতরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য পায় তারা করে যাচ্ছে। দ্রুত এদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।