কলমেঃ প্রান্তিক ধর পার্থ
সত্যের পক্ষে কলম আমার
চলবে চির দিন,
দুঃখ কষ্ট আসুক যত
হৃদয় হবেনা মলিন।
সত্যের পক্ষে কথা বলতে
পাইনে কভু ভয়,
মিথ্যের দুয়ারে দাঁড়ালে জানি
জীবন হবে ক্ষয়।
সত্যের পথে কাঁটা ছড়ানো
হেঁটে যেতে ঝরে রক্ত,
তবুও আমি গন্তব্যে পৌঁছাই
ধরে সত্যপথ কে শক্ত।
সত্য মিথ্যার হিসাব দেখি
সত্য সবার ঊর্ধ্বে,
সত্যের জয় অনিবার্য
সদাই বুক ভরে গর্বে।
সত্য কাজে লেগে যেন
জীবন যায় বয়ে,
সত্যকে করি আরতি
মিথ্যাকে দিয়ে নুয়ে।
দেশ মাতার কল্যাণের স্বার্থে
দাঁড়াই সত্যের পক্ষে,
এক সমুদ্র সাহস সঞ্চয়
করেছি মোর বক্ষে।