মোঃ নাজির হোসেন স্টাফ রিপোর্টার :
৫ আগষ্ট মঙ্গলবার রাত ৮টার পর কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় সোনাবাড়ীয়া কৃষি ব্যাংকের নিচ তলায় অস্থায়ী কার্যালয়ে বনাঢ্য আয়োজনে এসএইচএস স্টুডেন্ট’স ক্লাবের শুভ শুচনা হলো। মানুষের কল্যানে এই সংগঠন কাজ করার নিমিত্তে এই সংগঠন আত্মপ্রকাশ পেয়েছে।
শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত পাঠ করা হয়।
সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার” পিএলসি” মোঃ মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মুলক আলোচনা করেন- মোঃ মনিরুল ইসলাম – সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ওয়ান ব্যাংক পিএলসি, আনোয়ারুল ইসলাম – ব্র্যাক কর্মকর্তা, আবু সিদ্দিক – পুলিশ কর্মকর্তা, মোঃ শফিউল মুজনে বিন মুকুল – প্রভাষক, সোনার বাংলা ডিগ্রী কলেজ, এ. কে. এম. নুরুজ্জামান সাগর – মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জাফরুল ইসলাম – প্রভাষক, সোনার বাংলা ডিগ্রী কলেজ, মোঃ মফিজুল ইসলাম – বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ তজিবুর রহমান – সহকারী শিক্ষক, বেত্রাবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোঃ সাইদুর রহমান – সহকারী শিক্ষক, সৈয়দ কামাল বখত বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আজিমুশ্বান শিপার – ফাউন্ডার &সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইডোক্স এআই, মিজানুর রহমান – সিনিয়র অফিসার, জনতা ব্যাংক পিএলসি, মোঃ আসাদুজ্জামান – সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, মোঃ সাহাবুদ্দিন – এরিয়া ম্যানেজার, আনোয়ার গ্ৰুপ, মোঃ ইয়াসিন আলী – সহকারী শিক্ষক, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়।