স্টাফ রিপোর্টার:
পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সবার আগে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনের জোর দাবী জানিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আয়োজন জাতীয় নেতৃবৃন্দ।
গত (৪ আগস্ট) সন্ধ্যা ৭.৩০মিনিটে ৫৫ পুরানা পল্টন বিগ অ্যাপেল রেস্টুরেন্টে জুলাই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলন শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও জাতীয় ঐক্যজোট গঠনে আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এ দাবী করেন। বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন ও বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান মোজাম্মেল মিয়াজির পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায়, বক্তারা আরো বলেন হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে তীব্র গণআন্দোলনের মুখে ৫ই আগস্টে ফ্যাসিবাদিদের পলায়নে বাধ্য হওয়ার পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। দুঃখের বিষয় সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। এর প্রকৃত কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ফ্যাসিবাদীদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা দেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আর এই নির্দেশনা আসে স্বাধীনতার পর থেকে অদ্যবধি যেই দেশ আমাদেরকে শোষণ করে যাচ্ছে। তাদের থেকে এই দেশের কিছু কুলাঙ্গারা সর্বদাই তাদের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেরকে চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশব্যাপী চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট নারী ধর্ষণ খুন অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে অথচ আইনশৃঙ্খলা উন্নতি ঘটানোর জন্য অপারেশন ডেভিল হান্ট চলছে। অথচ আইনশৃঙ্খলার কোন উন্নতি ঘটানো সম্ভব হচ্ছে না তাহলে বুঝতে হবে সর্ষের ভিতর ভূত বিরাজমান। এই ভূত কারা এদেরকে খুঁজে বের করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ার উপক্রম জনগণ চাহিদা মত তাদের সেবা পাচ্ছে না এর থেকে উত্তরণ ঘটাতে হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জুলাই সনদ ঘোষণার পর দ্রুত দ্রুততম সময়ের মধ্যে ছাত্র জনতার হত্যার বিচার করতে হবে। সভায় নেতৃবৃন্দ জুলাই শহীদ ও আহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন।
আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর এ্যাডভোকেট হেলাল উদ্দিন, জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা শহীদ ফারহান ফাইয়াজের গর্বিত পিতা শহিদুল ইসলাম ভূইয়া , জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, খেলাফত মজলিসের নায়েবে আমির সাইয়েদ ফেরদৌস বিন ইসহাক, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, গণ মুক্তিজোট এর চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন, বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি"র চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, বাংলাদেশ জনতার ফন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মুফতি শামসুল হক ফারুকী, বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, জনতার কথা বলে এর সভাপতি মুহাম্মদ নাঈম হাসান, বাংলাদেশ গ্রামীণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান, জাতীয় সংস্কার জোটের মহাসচিব আব্দুর রহিম, বিডিবির চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী সুরমা, জনপ্রিয় পার্টির চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল আলিম, বি জি এর চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত এবং স্মরণ সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ওলামা মাশায়েখ ঐক্য জোট
চেয়ারম্যান হযরত মাওলানা শরীফ হাজারী।