কলমেঃ আনোয়ারা খানম
আমিতো দেখেছি পলক ফেলার আগেই বোদলে যায়, চেনা পৃথিবী, অচেনাচ রূপে,
অস্পর্শ,অকল্পনীয়,সে ছবি কোন ভাবেই মেলানো যায না আগের রূপে!
তবুও দিন বদলের পালায় অসীম ধৈর্যে হৃদয়খানি বাঁধতে হয় শক্ত বাঁধনে!!
চেনা মুখ, চেনা সুখ, চেনা দিবস রজনী হারিযে যায়! যায় চোলে নির্বাসনে।
হৃদয় জমিনে ঘাসগুলো পুড়ে বিবর্ণ হয চিরতরে, সতেজ হয় না আর কোন দিন কোন বর্ষণে,
কত স্বপ্ন,কত আশা হারিয়ে যায় অজান্তে, অসময়ে নিশিদিন ভাবি বসে আনমনে।
কী আছে সান্ত্বনা তার দাঁড়তে হয় আবার বাঁচিবার তরে এ যে বিধান বিধাতার,
খেলছেন তিনি বিশ্বলয়ে, দিয়ে ধন কেঁড়ে নেন, বুঝেন মন,
কী আছে করার তোমার আমার!!