মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম মিছাখালি রাবার ড্যাম সুরক্ষার জন্য এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে, পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ ছবাব মিয়ার সভাপতিত্বে মিছাখালি রাবার ড্যাম পরিচালনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমদ জানান, আঙ্গারুলী হাওরের বোর/ ইরি ফসল আগাম বন্যার হাত থেকে সুরক্ষার সার্থে বিএডিসির মাধ্যমে সরকারি ভাবে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মাণ করা হয়েছিল।
বর্ষাকালে রাবারের উপর দিয়ে বালু পাথর বহনকারী ইঞ্জিন চালিত বুঝাই নৌকা চলাচলে রাবার কেটে বিনষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। প্রায় একমাস পূর্বে বিএডিসির মাধ্যমে একটি নৌকা চলাচলের রাস্তা রেখে অবশিষ্ট রাস্তাগুলো অ্যাঙ্গেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল টিক। কিন্তু রাতের আধারে ইঞ্জিন চালিত বুঝাই নৌকা দিয়ে এগুলো ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়েছে।
শত চেষ্টা করেও রাবার রক্ষা করা যাচ্ছে না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে উপস্থিত সদস্যগণ আগামী ১২ ই আগস্ট মঙ্গলবার কৃষক সমাবেশের মাধ্যমে নৌকা চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রদান করেন।