উচিত কথার ভাত নাই
মনের মধ্যে কত কথা জমা
বলতে পারিনা ভয়ে,
উচিত কথা বললে আবার
কেউ নেই না সয়ে।
তেল মা-রা লোকজন গুলো
সমাজের বড় চেয়ারে,
জীবন তাদের বিলাসবহুল
লক্ষ টাকা ড্রয়ারে।
প্রতিবাদ করার সাহস নেই
সবাই থাকে চুপচাপ,
মাথার উপর কাঁঠাল ভাঙছে
সমাজ পতির দলধাপ।
দুই দিন পর পর ঘটে
নতুন নতুন ঘটনা,
ঘটনার থেকে বেশি চলে
আজব সব রটনা।
দায়সারা দেশে জন্ম সবার
দায়সারা বাঁচা বাঁচে,
হুজুগে বাঙালি ঢোলের তালে
সবার সাথে নাচে।
প্রতিবাদের ভাষা কঠোর করো
মুখের উপর সত্যি কথা বলা মানুষের
আজকাল বড় অভাব,
তেলা মাথায় তেল দেওয়া আবার
সমাজ পতিদের স্বভাব।
তোমরা কি ভাবছো আমরা স্বাধারণ
যতোটা ভাবো ততটা না,
যুগের পরে যুগ অন্যায় সইবো
অতোটা দূর্বল না।
মরার উপর খাড়ার ঘা কেউ কি
সারাজীবন মেনে নেই,
বিবেকের জোরে ঘুরে দাঁড়াতে
নিয়মেই প্রতিশোধ দেয়।
ভদ্রতার খাতিরে মানিয়ে চলি
আমরা আপন ভাই,
ভেবে দেখি সব মুখোশধারী
কারো মনুষ্যত্ব নাই।
আমরা যদি একজোট হই
পালাবে তোমরা কোথায়,
চাঁদের মতো ধরবো পিছু
পালাও গিয়ে যেথায়।
জিন্দা লাশ
আমার জিন্দা লাশের কি দাম
আছে জগৎ সংসারে,
কাফন ছাড়া হয়রে দাফন
শূন্যের এই মাজারে।
মন পঁচে যায় গন্ধ ছড়ায়
কেউকি তা মানে,
দেহের মরন হয়না তবু
মরে প্রতি জনে।
আট কুঠুরি নয় দরজা
আত্মার সাথে সন্ধি,
শেকল ছাড়া মন পাগলা
দেহের মাঝে বন্দি।
চোখে নাইরে জ্যোতি আমার
অন্তর চক্ষু খোলা,
নিরব নিশি মরি ধুঁকে
ওরে মন ভোলা।