কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
একটা কোকিল বুকের মাঝে
কুহু কুউহু ডাকে!
একটা কোকিল শিস দিয়ে যায়
শ্বাস প্রশ্বাসের ফাকে !
একটা চড়ুই ফুরুৎ ফুরুৎ
বুকে আসা-যাওয়া,
একটা বাবুই বুনে বাসা
হৃদপিণ্ডে দেয় হাওয়া!
একটা ছাতক বুকের মাঝে
মায়া বৃষ্টি খোঁজে,
ছাতকের কান্না বৃষ্টি
মেঘ মালায় দেয় ভিজে !
পাশের গাছের কাকটা সদা
ডাকে কা কা !
অমঙ্গলের অশনিসংকেত
যতই বলি যা !
কোকিল দোয়েল চড়াই বাবুই
সব তো চলে গেলো,
কাকের কা কা অশনিসংকেত
সত্যি ই একদিন হোলো !
যে মানুষটা সদা ঘুরতো
হৃদয় খানি জুড়ে,
সে মানুষটা হারিয়ে গেলো
মনের অগোচরে !
আবার আমি একা হলাম
কেউ নাই মোর সাথ,
বালিশ ভেজে চোখের জলে
নিদ্রাহীন যায় রাত !
রোজ আমি অপেক্ষা করি
ধান কাউনের আলে!
একাকিত্ব জীবন আমার
সাথী নাই মোর ভালে !