নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি নেতা কামাল আলী (৪৫) মারা গেছেন। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বাদ জুমা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কামাল আলী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ গিয়াস উদ্দিন। তিনি জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম কামাল আলী জগন্নাথপুর উপজেলার লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্বে ছিলেন।
মরহুম কামাল আলীর জানাযা শুক্রবার সন্ধ্যা ৭ টায় লুদরপুর শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। একজন ধর্মপরায়ণ, সৎ ও আদর্শবান ব্যক্তিত্ব কামাল আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।