একে মিলন সুনামগঞ্জ থেকে:
বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার মানববন্ধনে অংশ নিয়ে কাঁদলেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে। নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা চাই দাবীতে মানববন্ধনে দাঁড়িয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্নেহা ও খুশীকে স্বরণ করতে গিয়ে কাঁদলেন তিনি।
শনিবার ৯ আগস্ট দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিলুর রহমান, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে।
লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দূর্ঘটনা বাড়ছে। দূর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দূর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। এসময় বক্তারা ফিটনেস বিহীন গাড়ি দ্রুত বন্ধের দাবি জানান। সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান।