মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ
“স্বপ্ন দেখব সংগ্রাম করব, সত্যে থাকবো তোমাদের সাফল্যের সেই পথকে করবে আরো উজ্জ্বল”
এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রশিবির বিশ্বম্ভরপুর উপজেলা শাখার পক্ষ থেকে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের কে এক সংবর্ধনা ও ক্রেস্ট উপহার তুলে দেয়া হয়েছে।
৯ (আগস্ট) শনিবার সকাল ১০ টায় বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রশিবির বিশ্বম্ভবপুর উপজেলা আদর্শ শাখার সভাপতি মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক সিলেট মহানগরের সভাপতি মাওঃ মাহমুদুর রহমান দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবির সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এড.আবুল বাশার, সুনামগঞ্জ জেলা এইচ আর ডির সম্পাদক
আবু সুফিয়ান তুহা।
বক্তাগণ উল্লেখ করেন যে উদীয়মান মেধাবী শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় অনুপ্রাণিত করা হয়। নিজেকে সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বাংলাদেশ ছাত্র শিবির প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ছাত্রশিবির বিশ্বম্ভরপুর আদর্শ শাখার পক্ষ থেকে এসএসসি ও দাখিল সমমনা মেধাবী মোট ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট উপহার তুলে দেয়া হয়।