নিজস্ব প্রতিবেদক:
স্বনামধন্য সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর আয়োজনে শুক্রবার (৮ আগস্ট) স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানিত সিনিয়র সদস্য শাকিল আহমেদ এর সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া সম্প্রতি পবিত্র ওমরাহ পালনকারী জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন বেলাল এর সাথে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জামাল উদ্দিন বেলাল স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সকল দায়িত্বশীলদের ধন্যবাদ জানান এবং সংগঠনটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির সদস্য মাসুম মিয়া, কার্যনিবাহী পরিষদের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, কার্যনিবাহী সদস্য আরিফুল ইসলাম তামিম, সদস্য আশিকুর রহমান, সাহেদ চৌধুরী, আল আমিন, রাফি তালুকদার, সাহেব আলী প্রমুখ।