খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনা কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খুলনা মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা চলাকালীন যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের সাথে থাকা ব্যাগ ও পোটলা নিয়ে মন্দিরে প্রবেশ করা থেকে বিরত রাখা, প্রত্যেক পূজা মন্দিরে নারী এবং পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা, আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকাসহ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। জন্মাষ্টমীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্ট কিংবা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা শেষ করা হয়।