কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমি যেদিন যাবো মরে
যাবো এ সুন্দর ধরা ছেড়ে,
সেইদিন সে আসবে ঘরে
দেখবে কফিন বিলাপ করে,
“বকুল” তুমি বিলাইও সুঘ্রাণ
আসলো না সে থাকতে দেহে প্রাণ!
গুলবাহার কামিনী জবা
তোরা বাড়াস তার পথের শোভা,
কালো ভ্রমর তুমি গুনগুনিয়ে শুনাই ও গান
যদি-ও সে এলোনা থাকতে, আমার দেহে প্রাণ!
জানলোনা সে তারজন্য আমি ছিলাম কত পেরেশান
কেন হয় প্রেমিক যূগলের একপক্ষের এমন আচরণ?
দোয়েল পায়রা বুলবুলি কোড়া
আদর আস্তিক করবি তোরা —
ময়ূর তুই নাচবি পেখম খুলে
আমার মরার পর যাসনে তোরা ভুলে!
দিগন্তের যত নীল, মাঠ ঘাট প্রকৃতি শোভিত বিল
সব সৌন্দর্যে তার অবয়বে আছে সহস্র মিল!
আসবে সে গোলাপ গুচ্ছ নিয়ে হাতে
কলাবতী টিউলিপ, তোমরা হিংসায় উঠো না মেতে! ড্যাফোডিলস ডালিয়া অর্কিড সূর্যমুখী —
অনুরোধ, তোমারও হইয়ো না দূঃখী !
এ-তো, ভালো বাসার অমোঘ নিয়ম, মরণ তার পরিণাম
মিলনে হয়তো-বা হয় বদনাম, ঈশ্বর খোদা যত নেই
সৃষ্ট কর্তার নাম!
আমার প্রান অধীশ্বর, পায় যদি বিন্দু পরিমান কষ্ট
মরার পর হবো আমি পথ ভ্রষ্ট, ভগবান হবেন রুষ্ট!
ওপারে আমি থাকবো তার আশায়
এপারের লোভাতুর বিশ্বে যদি-ও দিলো আমায় সায়রে ভাসায়!
পরজন্ম যদি থাকে, অনাদিকালের সেই বাঁকে
আমি চাই সেই আমার প্রিয় জন, ভালোবেসে ছিলাম একদিন যাকে!