মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনা কে এম পি পুলিশ কর্মকর্তাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করার জন্য কেএমপি’র কয়েকটি টিম নগরীর বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শন করে স্কুল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রাস্তা পারাপারের দিক নির্দেশনা দেওয়া হয়।
ছাত্রছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং স্কুল ছুটির পরে নিরাপদে বাসায় ফিরতে পারে-সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস্ এই ভিডিও’তে দেখানো হয়েছে।
কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবনরক্ষাকারী বিষয়ে আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বোঝানো হয়।
রাস্তা ব্যবহারের জরুরি টিপস সম্পর্কে অবহিত করার পাশাপাশি কেএমপি’র টিম মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন বক্তারা।
রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়, নবারুন মাধ্যমিক বিদ্যালয় এবং লতা খামারবাটি মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি টিমের নেতৃত্ব দেন পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দার। দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ কেএমপি পুলিশের এ ধরনের উদ্যোগকে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ।