সুরঞ্জন তালুকদার
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৩০০ ঘনফুট বালুসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর এলাকার রক্ষাকালী মন্দির সংলগ্ন গফুরে খাল থেকে তাদের আটক করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. ইউছুব আলী ও এএসআই স্বপন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় ইজারাবিহীনভাবে সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অপরাধে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা (মূল্য প্রায় ২ লাখ টাকা) ও ৩০০ ঘনফুট বালু (মূল্য প্রায় ৯ হাজার টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ২ লাখ ৯ হাজার টাকা।
আটকরা হলেন—মো. তফছির হোসেন (২৬), মো. নেকবর আলী (২০), মো. সম্রাট হোসেন (২১), মো. মফিজ আলী (২৫), মো. মুক্তার আলী (১৯), মো. কাউছার আলী (২৩), মো. শহর আলী (২০) এবং মো. শাহানুর (২০)। তাদের মধ্যে সাতজন রতনপুর গ্রামের বাসিন্দা এবং একজন কলাগাঁও, তাহিরপুর উপজেলার বাসিন্দা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে এবং আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।