তুমিই পারবে
দিবানিশি ভাবো যারে
সে গেছে তোমাকে ভুলে
কেন ভাবো তারে? রাখো হৃদয়ে~
নতুন করে শুরু করো; প্রেরণা রাখো মনে!
সংশয়ে সংকুচিত না হয়ে
শুরু করে সাজিয়ে গুছিয়ে
কেবল আস্থা রাখো অন্তরে~
আমি পারব; এ কথাটি কভু যেও না ভুলে!
অব্যক্ত বেদনা
আমি মৌনতার আড়ালে ইচ্ছে ঢাকি
অপমানেও নিজেকে সামলে রাখি…..
অবসাদে বিদ্ধস্ত এ মন
সময়ে সময়ে পাল্টায় রঙ…..
যুক্তি সাজাতে পাই ভয়
তবু আঘাতে অন্তর ক্ষয়…..
সরলতার ঠোঁটে মিথ্যা হাসি
তাও সব গুছিয়ে রাখি…..
এত কিছুর পরেও তাঁরা হয়না খুশি
অথচ সবেতে নাকি আমিই দোষী…..
তোমাতে নিবেদিত
তোমার আঁকার খাতায়
আমার অবাধ বিচরণ,
তোমার গানের মায়ায়
আমার সুরের বন্ধন।
তোমার স্নিগ্ধ চাহনিতে
আমার নিস্তব্ধ মন,
তোমার অব্যক্ত কথায়
আমার প্রাণ চঞ্চল।
অন্তরতম
এ জগত জুড়ে কেবলই মায়া
কিন্তু কোথাও নেই মমতার ছায়া।
চোখ মেলে বিস্তর প্রান্তরে
আনমনে খুঁজে বের করি তাহারে।
ওহে অন্তরতম আমি যে তোমাকেই চাই
পাই বা না পাই সে দুঃখ নাই।
আঁখি যুগলে বাঁধা তোমার ছবি
আমি শুধু তোমার সুরের কবি।